দিরাই প্রিতিনিধি ::
সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দিরাই উপজেলা আওয়ামী মহিলা লীগ। বুধবার সকাল ১১টায় থানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা পয়েন্টে মানববন্ধন করেন নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সহসভাপতি, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই পৌরসভার কাউন্সিলর শাহারবানু, মিনতি রানী দাস, হেলেনা বেগম, লিলি বেগম প্রমুখ।