হোসাইন আহমদ ::
বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, নির্বাচনে আসুন খেলা হবে। রেফারি আছে। রেফারি জনগণ। তারাই বিবেচনা করবে কে ভালো করছে, কাকে ভোট দেওয়া যায়। বিএনপির উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, একটি দল আছে হরতাল-অবরোধের নামে জনগণের জানমালের ক্ষতি করছে। গাড়ি ভাংচুর করছে। অগ্নিসংযোগ করছে। আপনাদের বলতে চাই অবরোধের নামে ভাংচুর-অগ্নিসন্ত্রাস করবেন না। বাস-ট্রাকে আগুন
দিয়ে জনগণের ক্ষতি করবেন না। এতে জিনিসপত্রের দাম বাড়ে। বিএনপি একটা ফুটানির দল। তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যায়। দেশে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসা যাবে না। আইন মেনে নির্বাচনে আসেন ভোটের মাঠে খেলা হবে।
বুধবার (৮ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে পরিকল্পনামন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ৪৪৮ জন অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজার্ভ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এম.এ মান্নান বলেন, রিজার্ভ হচ্ছে শরীরের তাপমাত্রার মত। এই কমবে এই বাড়বে। এটা নিয়ে চিন্তার কারণ নেই। রিজার্ভ আমাদের প্রয়োজন মিটাতে খরচ করা হয়, আবার তা পূরণ করা হয়। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হাওরপাড়ে মেডিকেল কলেজ দিয়েছেন, টেক্সটাইল ইন্সটিটিউট দিয়েছেন, বিটাক দিয়েছেন। এসব প্রতিষ্ঠানে আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া করে দেশের জন্য অবদান রাখবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছেন। গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক দিয়েছেন। বিএনপি, জাতীয় পার্টি এসব কিছুই দিতে পারেনি। তিনি আপনাদের টিউবওয়েল দিয়েছেন, স্যানিটেশন দিয়েছেন। ব্রিজ-কালভার্ট করে দিয়েছেন। গ্রামাঞ্চলে অনেক রাস্তাঘাট করে দিয়েছেন। এটাই আমার শেষ নির্বাচন। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন আর আমি আপনাদের উন্নয়নে কাজ করে থাকি সেটা বিবেচনা করে আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করবেন সেটা আমার বিশ্বাস।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ। পরিশেষে মন্ত্রী এমএ মান্নান তাঁর স্বেচ্ছাধীন তহবিলের টাকা উপজেলার ৮ ইউনিয়নের ৪৪৮ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ১০৮৫ টাকা করে বিতরণ করেন।