দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন। উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া ও জকিনগর গ্রামবাসীর মধ্যে বুধবার দুপুরে গছিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত গছিয়া গ্রামের জয়নুল (৩৫), জুনেদ (২৬), সজিদ (৪০), লিপু (৪০), সোহান (৩০), সাকিল (১৬), জকিনগর গ্রামের আমির হোসেন (৪০), এরশাদ (৬০), হাবিবুর (৩০), মাহবুব (১৮), আলমগীর (২৬), শহীদুজ্জামান (২০), আনোয়ার (৩০) ও রুবেল (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি চালক জকিনগর গ্রামের আনোয়ার ও গছিয়া গ্রামের সোহানের মধ্যে গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও পরে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হন। অন্তত দুই ঘণ্টাব্যাপী দুই গ্রামবাসী ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখনো কেউ মামলা করেন নি।