স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ যথাযথ সম্মান পেয়েছেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত, বিএনপি দেশে জ্বালাও-পোড়াও করছে। স্বাধীনতাবিরোধী এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ জন্য আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এর কোনো বিকল্প নেই।
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সাচনা বাজার বটতলায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত সমাবেশে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমধর-এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধামঞ্চ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, আলতাফ আলী, আব্দুল হাসিম, মুক্তিযোদ্ধা সন্তান মো. জহির উদ্দিন, আবুল হোসেন প্রমুখ।