শান্তিগঞ্জ প্রতিনিধি ::
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে সুনামগঞ্জ-সিলেট সড়কে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ছয়হারা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাঘেরকোণা গ্রামের মৃত হিরন খান পাঠানের পুত্র।
পুলিশ জানায়, গত বৃহ¯পতিবার সকাল ৮টায় পাগলা বাজারের ব্রিজের পূর্ব পাড়ে আইএফআইসি ব্যাংকের সামনে পিকেটিং করে বিএনপি। এসময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৮২৮৯) ভাংচুর করেন তারা। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। এরপর গাড়ি ভাংচুরের অভিযোগে একটি মামলা হয়। এই মামলায় রওশন খান সাগর ৩নং আসামি। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, গাড়ি ভাঙচুরের মামলায় উপজেলা বিএনপির সভাপতি রওশন খান সাগরকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।