মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা সদরে শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে দামোদর দ্বীপদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মধ্যনগর শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রমে এ উৎসবে অংশ নেন এলাকার ভক্তবৃন্দ। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসকন-এর সহসভাপতি ও সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। এসময় নগর ও তান্ডব কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের ভাবাদর্শে আলোচনা, কার্তিক ব্রত, গীতাদান, সঙ্গীতানুষ্ঠান, কৃষ্ণ প্রসাদ বিতরণ ও আরতি অনুষ্ঠিত হয়।