স্টাফ রিপোর্টার ::
নাশকতার অভিযোগে ছাতকে বিএনপি-জামায়াতের ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) ছাতক থানার এসআই মো. সাইদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ১৬ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৫৫/৬০ জনকে আসামি করা হয়েছে। ১৬ জন আসামির মধ্যে বিএনপি-যুবদলের ১৩ জন ও জামায়াতের ৩ জন রয়েছেন। এর মধ্যে চরেরবন্দ এলাকার বাসিন্দা যুবদল নেতা কামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় নাম উল্লেখিত আসামিরা হলেন ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকার আজমান আলীর পুত্র কামাল মিয়া, বাগবাড়ি গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের জৈতি মিয়া তালুকদারের পুত্র লিজন মিয়া তালুকদার, লেবারপাড়া গ্রামের শানুর মিয়ার পুত্র খায়ের উদ্দিন, মন্ডলীভোগ গ্রামের ইউনুস আলীর পুত্র আবু হুরায়রা সুরত, চরেরবন্দ গ্রামের মশাই মিয়ার পুত্র আঙ্গুর মিয়া, বাগবাড়ি গ্রামের হাজী আব্দুল মুক্তাদিরের পুত্র আব্দুল বারী শিমুল, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের সুরুজ আহমদের পুত্র ইজাজুল হক রনি, কালারুকা গ্রামের আজিজুর রহমানের পুত্র জাকির হোসেন, ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র রাসেল আহমদ, বনগাঁও গ্রামের শাহাব উদ্দিনের পুত্র ইলিয়াস, আব্দুর রহিমের পুত্র হেলাল, গণেশপুর গ্রামের মাকিম আলীর পুত্র, হুমায়ুন কবির, জৈন্তাপুর গ্রামের আমির উদ্দিনের সুরুজ্জামান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পূর্বচানপুর (তকিপুর) গ্রামের নুর ইসলামের পুত্র মুহিবুর রহমান।