স্টাফ রিপোর্টার ::
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।