জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের অর্থায়নে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। তেল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধির লক্ষ্যে সোমবার জগন্নাথপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম। এ সময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এতে জনপ্রতি ১ কেজি করে ৩০০ জনের মধ্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ কেজি সরিষা বীজ দিয়ে ১ বিঘা জমি আবাদ করা যাবে। এসব সরিষা বীজ আবাদের আওতায় আসলে আগামীতে জগন্নাথপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এতে আর্থিকভাবে লাভবান হবেন এসব কৃষক-কৃষাণীরাই। তা দেখে অন্যান্য কৃষক-কৃষাণীরাও সরিষা আবাদে আরো উৎসাহিত হবেন। আর ধান ও শাক-সবজি সহ অন্যান্য ফসলের সাথে কাক্সিক্ষত সরিষা আবাদ হলে কৃষিখাতে জগন্নাথপুর উপজেলা আরেকধাপ এগিয়ে যাবে। তা হলেই সুনামগঞ্জ জেলা প্রশাসনের দেয়া অর্থ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তরের শ্রম সার্থক হবে বলে মনে করছেন সুধীজন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, জেলা প্রশাসনের এই সহায়তা সরিষার আবাদ ও উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। কৃষিখাতকে এগিয়ে নিতে ও দরিদ্র কৃষক-কৃষাণীদের বিনামূল্যে সরিষা বীজ প্রদানের মহতী উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।