শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার অভিযোগে বিএনপি নেতা মো. ফারুক আহমদসহ ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহ¯পতিবার (২ নভেম্বর) রাতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাবুজ্জামান রিগ্যান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদকে আসামি করা হয়েছে। ওই মামলার ১নং আসামি শহীদ মিয়া (২৩) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সে শান্তিগঞ্জ থানা এলাকার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহ¯পতিবার (২ নভেম্বর) সকাল থেকে শান্তিগঞ্জ থানাধীন পাগলা বাজার ব্রিজের পূর্ব পাশে পূবালী ব্যাংকের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর ৭০-৮০জন বিএনপি ও জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে আঞ্চলিক মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতা, মিছিল ও একটি গাড়ি ভাংচুর করে। তখন পুলিশ তাদের পিছু ধাওয়া করে আসামি মো. শাহিদ মিয়া (৩৫)কে বোতলভর্তি পেট্রোলসহ আটক করে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।