দিরাই প্রতিনিধি ::
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর উদ্যোগে সারাদেশে মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় দিরাই উপজেলার মেধা বৃত্তি পরীক্ষা পৌরশহরের ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমিতে শুরু হয়।
কেন্দ্র সচিব রুহুল আমিন জানান, উদ্বোধনী দিনে বিভিন্ন কিন্ডারগার্টেনের ১৪৩ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রথমদিন গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক সাধারণ স¤পাদক কুদরত পাশা, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, প্রভাষক মোস্তাহার মিয়া, প্রেসক্লাব সদস্য বদরুজ্জামান, আখতার সাদিক, ভাটির কণ্ঠ স¤পাদক এহিয়া আহমেদ লিটন, শিক্ষক মুহসিনা খাতুন, অপি রানী তালুকদার, রবি রায় প্রমুখ।
কেন্দ্র সচিব আরও জানান, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এবার আমাদের উপজেলায় প্রথম মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। যার কারণে শুধু কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আগামী বছর থেকে উপজেলার সকল সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।