মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে উদ্ধাখালী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে তীরবর্তী বাসিন্দার ডান হাত কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে। ১ নভেম্বর দুপুরে এমন সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে মধ্যনগরে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। আহত ব্যক্তি উপজেলা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিয়ামতপুর গ্রামের বিমল বর্মণের ছেলে সুকেশ বর্মণ (৩৪)।
এ বিষয়ে ৬ জনকে আসামি করে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত যুবকের ভাই মানিক বর্মণ।
অভিযোগ সূত্র জানাযায়, ১ নভেম্বর দুপুরে বাড়ির তীরবর্তী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোনকে কেন্দ্র করে নিয়ামতপুর গ্রামের কন্টু বিশ্বাসের ছেলের আকাশ বিশ্বাস ও সুকেশ বিশ্বাসের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায় রামদা দিয়ে কোপ দিয়ে আকাশ বিশ্বাস, সুকেশ বর্মণের ডান হাতে জখম করে এবং সে গুরুতর আহত হয়। বর্তমানে সুকেশ বর্মণ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
গ্রামের বিশিষ্ট ব্যক্তি ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উপানন্দ সরকার বলেন, বাড়ির পার্শ্ববর্তী উদ্ধাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করেই এমন মর্মান্তিক ঘটনার সূত্রপাত। দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।