তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলায় নতুন কারিকুলাম বাস্তবায়ন বিষয়ে অভিভাবকদের নিয়ে অবহিতকরণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (০২ নভেম্বর) সকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা।
কলেজ গভর্নিং বডির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।