ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মেতালিব খান, সহ সভাপতি মো. আবদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদারসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-৩০জনকে আসামি করে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে বৃহ¯পতিবার বিকেলে থানায় মামলা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯জন নেতাকর্মীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহ¯পতিবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ ৯জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা ২০-৩০জন নেতাকর্মী লাঠিসোটা ও বিভিন্ন সরঞ্জামাদিসহ বিএনপির কার্যালয়ে সভা করে বিক্ষোভ মিছিল করে অস্থিতীশীল পরিবেশ তৈরি করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এই ৯জন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় ২০টি লাঠি, তিন লিটার কেরোসিন, তিনটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিক্ষোভ মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নাশকতার ঘটনার পরিকল্পনা করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-৩০জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আটককৃত ৯জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।