শান্তিগঞ্জ প্রতিনিধি ::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন আর নেই। গত সোমবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে বিকাল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নিজ গ্রাম উজানীগাঁওয়ে মরহুমের প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসার মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন স¤পন্ন হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন হযরতের সাহেবজাদা মুফতি মাওলানা হাফিজ নোমান সালেহ। নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা সভাপতি, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি ও আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বছির, খলিফায়ে মাদানি হযরত শায়খে ইমামবাড়ীর সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, শায়েখ মাওলানা ইস্কন্দর আলী, মাওলানা শায়খ আব্দুস শহিদ জামলাবাদী, মাওলানা শায়খ আব্দুল কাদির সেরমস্তপুরী, মাওলানা শায়খ আব্দুর রহিম, মাওলানা শায়খ আজির উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী আজিজুল হক, শান্তিগঞ্জ খেলাফত মজলিসের সাধারণ স¤পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, বায়তুলমাল স¤পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাও. এনামুল হক, সমাজসেবী বদর উদ্দিন বাবুল, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার সাধারণ স¤পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম স¤পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক স¤পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, সাধারণ স¤পাদক মাওলানা আব্দুল হাই, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক এম এম ইলিয়াছ আলী, মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, সদর উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন, জেলা জমিয়তের প্রচার স¤পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ নোমান ইচ্ছারছরী, কাড়ারাই মাদ্রাসার মুহতামীম মাওলানা আক্তার হোসাইন, মাওলানা নুরুল হোসাইন, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।