স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন খাঁনের উদ্যোগে ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজহারুল ইসলামের সভাপতিত্বে ও রুবেল খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খাঁন। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আকরামুল হাসান মাসুম, সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী আপন, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী মাস্টার, উপজেলা আ.লীগ নেতা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা ধানেস ভুঁইয়া, ডা. শামসুদ্দিন, উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য জামিল খাঁন, হোসাইন আহমদ তালুকদার, হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিলন খাঁন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই বছর পার হয়েছে। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউনিয়নের প্রতিটি গ্রামে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছি। ইউনিয়নবাসীর পরামর্শ এবং সহযোগিতায় আমি এসব কার্যক্রম বাস্তবায়ন করতে পেরেছি। এ জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম জনকল্যাণে নিয়োজিত রাখবে। সেই ধারাবাহিকতায় আমি ব্যক্তিগত উদ্যোগে ফ্রিতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করেছি। তাছাড়া আমার দানকৃত ৪০ শতাংশ জমির মধ্যে সামাজিক কবরস্থান নির্মাণ করেছি। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় চিলাইনদীর উপর ৮ কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ, বোগলা বাগানবাড়ি বর্ডার হাট রাস্তা পাকাকরণ কাজ চলমান। এছাড়া বোগলা ভাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তা ইট সলিং ও বোগলা বাগাহানা রাস্তা পাকাকরণ, নোয়াডর- কাঠালবাড়ি রাস্তা পাকাকরণের কাজের অনুমোদন, বোগলা-বালিচরা (বাংলা বাজার রাস্তা) পাকাকরণের কাজ চলমান, এডিপির অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন রাস্তা পাকাকরণ, উন্নয়ন ফান্ডের টাকা দিয়ে ছোট ছোট কার্লভাট নির্মাণ ও রাস্তার উন্নয়ন, টিআর/কাবিখার আওতায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ স¤পাদন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম পরিচালনা করছি। রাবার ড্যাম ও বেড়িবাঁধের ভাঙা মেরামতসহ ইউনিয়নবাসীর সহযোগিতায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আমি আগামীতেও সকল উন্নয়নকাজে আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করি।