শান্তিগঞ্জ প্রতিনিধি ::
মফস্বল এলাকার প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবা অন্তর্ভুক্তির লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে আইএফআইসি ব্যাংকের নতুন উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার পাগলা বাজার ব্রিজ সংলগ্ন ফজলুর রহমান মার্কেটের দু’তলায় ব্যাংকটির উপশাখার উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হোসাইন খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পাগলা বাজার শাখার অফিসার ইনচার্জ মো. জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী, পূবালী ব্যাংক পাগলা বাজার শাখার ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ স¤পাদক মিজানুর রহমান, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা বাজারের ব্যবসায়ী মুজির মিয়া, হাবিবুর রহমান, মো. শাহআলম, প্রহল্লাদ দেবনাথ, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজ মিয়া, সদস্য শাহিন মিয়া, তুয়েল আহমদ, ব্যবসায়ী মো. শাহআলম, দুদু মিয়া, মাছুম আহমদ, আব্দুন নুর, ফজলুর রহমান মার্কেটের স্বত্বাধিকারী সাইদুর রহমান নিশাত, বজলুর রহমান, জমির হোসাইন, খলিলুর রহমান প্রমুখ।