ধর্মপাশা প্রতিনিধি ::
পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হাওরে ফসলরক্ষা বাঁধের কাটা স্থানে অবৈধভাবে নিষিদ্ধ জাল পেতে মাছ শিকারের দায়ে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, ধানকুনিয়া ও জয়ধনা হাওরের ১২টি ফসলরক্ষা বাঁধে অভিযান চালিয়ে দুটি নিষিদ্ধ ভিম জাল জব্দ করা হয়েছে। এ সময় পাশের তাহিরপুর উপজেলার বড়খলা গ্রামের জেলে রাজেন্দ্র বর্মণ (৪৫) ও ধর্মপাশা উপজেলার বড়ই গ্রামের জেলে আলী আমজাদ (৫০)-কে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপসহকারী প্রকৌশলী নূর আলম, সার্ভেয়ার তানভীর আহমেদ সিদ্দিকী, ধর্মপাশা থানার এএসআই মনিরুজ্জামান, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহায়ক নারায়ণ সরকার প্রমুখ।