স্টাফ রিপোর্টার ::
গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক ও শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান নয়ন, আইডিইবি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম সিকদার, সহ-সভাপতি, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পৌরসভা, গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সড়ক বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।