স্টাফ রিপোর্টার ::
বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে শহরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না। আরও বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সালেহা বেগম, সহ-সভাপতি স্বাধীনা আক্তার, সাধারণ স¤পাদক জান্নাত মরিয়ম, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনে যুগ্ম সাধারণ স¤পাদক লিপি বেগম, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি স¤পাদক হেলেনা আক্তার, জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, মধ্যনগর উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিউলী আক্তার।