দিরাই প্রতিনিধি ::
দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষিসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে সমাজের অসহায় মানুষের কল্যাণে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।
দিরাই মদনপুর হতে শাল্লা সড়কে সরকারের বরাদ্দের কথা উল্লেখ করে এমপি জয়া সেন বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের ঢাকার সাথে যোগাযোগ অনেকটা সহজ হবে। তিনি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। আগামীতে আরো উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনায় আনতে হবে।
সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারের সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক প্রদীপ রায় ও সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক লুৎফুর রহমানের যৌথ পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজ উদ দৌলা, সাবেক সাংগঠনিক স¤পাদক এডভোকেট অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র চন্দ্র তালুকদার, পরিতোষ রায়, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ প্রমুখ।