স্টাফ রিপোর্টার ::
শাল্লায় উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে উদীচীর শাল্লা শাখা।
সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আজমান গণি তালুকদার, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, উদীচীর দপ্তর স¤পাদক শর্বরী মজুমদার, গণসংগীত বিষয়ক স¤পাদক ইন্দ্রজিৎ দাশ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ।