স্টাফ রিপোর্টার ::
শাল্লায় নাশকতার অভিযোগে উপজেলা তরুণ দলের সভাপতি হাফিজুর রহমান ও যুবদলের সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় শাল্লা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এবিষয়ে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হরতালের নামে নাশকতার অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।