স্টাফ রিপোর্টার ::
হরতালের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নাশকতা প্রতিহত করতে সুনামগঞ্জের রাজপথে সরব ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকেই শহরে সতর্ক অবস্থানের পাশাপাশি হরতালবিরোধী মিছিল ও শোডাউন করতে দেখা গেছে তাদের। দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন।
জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু হানিফ, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি সুয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ স¤পাদক আশিকুর রহমান রিপন, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম স¤পাদক ফজলুল হক।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট পীর মতিউর রহমান, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, স¤পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, মফিজুল ইসলাম, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট রওনক আহমদ, অ্যাডভোকেট স্বপন রায় সপু, মাহবুব হাসান টিপু, ফজলুল হক, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, শুভ বণিক, জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেন, অজয় কান্তি তালুকদার, সাজ্জাদ হোসেন নাহিদ, সাহারুল আলম, এটিএম শাহিন রেজা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অমল কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক জুবের আহমেদ অপু, আওয়ামী লীগ নেতা অমল চৌধুরী, ঝন্টু তালুকদার, যুবলীগ নেতা বিপ্রেশ কুমার রায় বাপ্পি, রঞ্জিত চৌধুরী রাজন প্রমুখ।
শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা মহিলা লীগ, জেলা মহিলা যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখন বিএনপি-জামায়াত হরতাল দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে থামিয়ে দিতে চায়। দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে, গত শনিবার তাদের নারকীয় তা-ব দেশবাসী দেখেছে, পুলিশ সাংবাদিক প্রধান বিচারপতির কার্যালয় কিছুই রক্ষা পায়নি তাদের নৃশংস হামলা থেকে। দেশের উন্নয়নে বাধাদানকারীদের রাজপথেই প্রতিহত করা হবে। এ জন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে।
বক্তারা আরও বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে যা একটি বাংলাদেশে কর্ণফুলি নদীর নিচে দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করা হয়েছে। এটা আওয়ামী লীগ সরকারের দ্বারাই সম্ভব হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আগামী জাতীয় নির্বাচনে বাধার সৃষ্টি করতে চায়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।