দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা-ভাবনা থেকেই সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে দেশের কোটি-কোটি মানুষকে। পিছিয়ে নেই ছাতক-দোয়ারাবাজার উপজেলাও। এই অঞ্চলে সরকারের সামাজিক নিরাপত্তার আওতায় রয়েছে প্রায় ২০ হাজার লোক। তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা, বীর নিবাস, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃকালীন ভাতা ও জমিসহ ঘর দিচ্ছে সরকার। এছাড়া শিক্ষার্থীদেরকেও উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকারের উপকারভোগী এসব মানুষ এখন সাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারছে। সরকারি এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পরিধি দিন-দিন আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের লেখা-পড়ার সুবিধার্থে শুধু উপবৃত্তি নয়, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার।
তিনি বলেন, দোয়ারাবাজার উপজেলা সদর ছিল খানাখন্দ, পুকুর। আমরা ক্ষমতায় এসে উপজেলা সদরকে শহরে রূপান্তরিত করেছি। ছাতকে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ করেছি। আগামীতে দোয়ারাবাজারে সুরমা নদীর ওপর দুটি সেতু নির্মাণ করা হবে। অবহেলিত দোয়ারাবাজার উপজেলার প্রতিটি এলাকায় ইতোমধ্যে ব্যাপক উন্নয়ন সাধিত করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনার সরকার দোয়ারাবাজার উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। গ্রামগুলি এখন আর অন্ধকারে থাকে না। প্রতিটি ঘরে ঘরে এখন বিদ্যুতের বাতি জ্বলছে। এ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহুতল ভবন নির্মাণ করে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্তমানে এই হাসপাতালে সিজার অপারেশন শুরু হয়েছে। এর পূর্বে এই এলাকার মানুষ সিজার করাতে হলে সিলেট কিংবা সুনামগঞ্জে যেতে হতো। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সুবিধা ভোগ করবে।
এমপি মানিক বলেন, শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সরকারের কারণেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে ছাতক-দোয়ারাবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলায় সরকারের বিভিন্ন পর্যায়ের উপকার ভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আল তানভীর আশরাফী চৌধুরী বাবুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগ নেতা আব্দুল হান্নান এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, এপিপি অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি বশির উদ্দিন, সাধারণ স¤পাদক রুহুল ফেরদৌস পুলক প্রমুখ।