শান্তিগঞ্জ প্রতিনিধি ::
ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্র জমিয়ত। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জ বাজারে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি সাবেক এমপি এডঃ শহীনূর পাশা চৌধুরী, সহ সভাপতি শায়েখ মাও. আফসার উদ্দিন, সাধারণ স¤পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, হাজী তহুর আলী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. মুশতাক আহমদ গাজিনগরী, সহ সভাপতি মাও. আব্দুল্লাহ, সাংগঠনিক স¤পাদক মাওলানা জাহাঙ্গীর হোসাইন, ইউপি সদস্য লিটন মিয়া, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মাও. শাইখুল ইসলাম প্রমুখ।