পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাবে পুসাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ বছরের জন্যে নতুন এ কমিটি ঘোষণা করেন ২০২২-২৩ সনের কমিটির সভাপতি আশহার ইনতেযাম তাহবির এবং সাধারণ স¤পাদক নাঈমুস সাকিব। এ সময় ২০২২-২৩ সনের কমিটির মডারেটর অর্জন রায়, ২০২১-২২ সনের কমিটির সভাপতি খালেদ মাহমুদ সাইফুল্লাহ ও সাধারণ স¤পাদক শাহ রিয়াজ হাসান নাবিলও উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ সনের জন্য গঠিত কমিটিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অয়ন চন্দকে সভাপতি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী গালিব ইফতেখার রাহাতকে সাধারণ স¤পাদক হিসেবে নির্বাচিত করা হয়। তাছাড়াও কমিটির মডারেটর হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহসিন জামিলকে দায়িত্ব প্রদান করা হয়।
নতুন নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি তানভীর আহমেদ শুভ, শামসুল আলম, আতিয়া শারমিন, ইসহাক আলম পীর, সৌমিক জয়, কান্তা সরকার। যুগ্ম সাধারণ স¤পাদক সাজিদুর রহমান অন্তর, তায়িবা আক্তার, পীর নাঈমুজ্জামান নাঈম, শুভ্রা রায় পূজা, সারোয়ার হোসেন শাওন, তমা রায়। সাংগঠনিক স¤পাদক (সাধারণ) আতিকুল্লাহ। যুগ্ম সাংগঠনিক স¤পাদক (সাধারণ) মোঃ হাসান বিন রায়হান, মোঃ ফয়সাল, রণবিজয় তালুকদার প্রিতম।
সাংগঠনিক স¤পাদক (শিক্ষা) মাহদী জামান মোমেন। যুগ্ম সাংগঠনিক স¤পাদক (শিক্ষা) মাহিবুর রহমান ছালিক, লুবাবা আকন্দ,নাহিন নাজনীন। সাংগঠনিক স¤পাদক (সংস্কৃতি) পু®িপতা তালুকদার ভাষা। যুগ্ম সাংগঠনিক স¤পাদক (সংস্কৃতি) রুদ্র চন্দ, প্রিয়া দে, মোছাঃ পান্না খান। সাংগঠনিক স¤পাদক (সভা) রাকিব হাসান নোমান। যুগ্ম সাংগঠনিক স¤পাদক (সভা) আতহারুজ্জামান, বাবরুল, হাফছা আল আনসারিয়া, ইমরান হোসেন, জান্নাতুল ফেরদৌস। অর্থ বিষয়ক স¤পাদক মোঃ মোবারক হোসেন, প্রচার স¤পাদক আসহাব লাবিব, সেমিনার বিষয়ক স¤পাদক মোঃ হাসিবুল ইসলাম শান্ত, দপ্তর স¤পাদক মোঃ ইসফাক আলী, উন্নয়ন বিষয়ক স¤পাদক আহমেদ কবির হৃদয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মলয় ব্যানার্জী, তথ্য ও গবেষণা স¤পাদক সুমাইয়া মারিয়া, গ্রন্থনা ও প্রকাশনা স¤পাদক বিনায়ক রায় অপু, সমাজসেবা বিষয়ক স¤পাদক ওয়াজিব আদনান, শিল্প বিষয়ক স¤পাদক পাপন দেব, পরিবেশ বিষয়ক স¤পাদক এস এম তরিকুল ইসলাম।
এছাড়াও উক্ত কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন পদে আরো ৩১ জন ও কার্যনির্বাহী সদস্য হিসেবে আরো ৪১ জন বিদ্যমান রয়েছেন।
উল্লেখ্য যে ‘শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি বাংলার উন্নয়নের হাতিয়ার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পুসাস। এটি পুসাসের ৫ম কার্যনির্বাহী কমিটি। – সংবাদ বিজ্ঞপ্তি