স্টাফ রিপোর্টার ::
কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা আলী সিদ্দিক-এর রচনা ও পরিচালনায় সাপ্তাহিক নাটক ‘শুধু তোমার জন্য’ একুশে টেলিভিশন প্রচার করবে আজ শনিবার রাত ১০টায়। শাকির আহমেদ শিবলুর প্রযোজনায় নাটকে টেলিভিশনের নিয়মিত অভিনয়শিল্পী চমক তারা, শেখ স্বপ্না, শফিকুল ইসলাম, মিজান রহমান, এস এস উজ্জ্বল ও বৃষ্টি খান এর সাথে অভিনয় করেছেন সুনামগঞ্জের চারজন অভিনয়শিল্পী জালাল উদ্দির সরকার আকবর, রহমান তৈয়ব, শেখ একেএম জাকারিয়া ও ফজলুল হক দোলন। নাটকের টাইটেল সং লিখেছেন সুনামগঞ্জের গীতিকবি রইছ রহমান, গানে সুর করেছেন আলী সিদ্দিক, মিউজিক কম্পোজ ও কণ্ঠ দিয়েছেন সুনামগঞ্জের মিউজিক কম্পোজার ও কণ্ঠশিল্পী অনুপম প্রতীক।
উল্লেখ্য, দৈনিক সুনামকণ্ঠ সাপ্তাহিক থাকাকালে আলী সিদ্দিক নিয়মিত কবিতা, গল্প, উপন্যাস লিখতেন এবং পত্রিকার গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেন। সুনামকণ্ঠে ধারাবাহিকভাবে প্রচারিত ‘নিশিকন্যা’ উপন্যাস ২০০৭ সালে পাঠকপ্রিয়তা লাভ করে। সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়ের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে ২০১১ সালে জাতীয় গ্রন্থমেলায় নিশিকন্যা উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। জাতীয় পর্যায়ে আলী সিদ্দিক এর এই অর্জন সুনামগঞ্জবাসীর জন্য সুনাম বয়ে আনবে এবং সুনামগঞ্জকে আরো সমৃদ্ধ করবে।