স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাহিরপুর উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. সেলিম আহমেদ। রবিবার সন্ধ্যায় মহাঅষ্টমীতে তাহিরপুর উপজেলা সদরের তাহিরপুর সার্বজনীন দূর্গা মন্দির, রায়পাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও সূর্যেরগাঁও সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় সুনামগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন সেলিম আহমেদ। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মণ, কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান, শ্রমিক লীগের সভাপতি বিল্লাল আমিন, মৎস্যজীবী লীগ সভাপতি আলম জিলানী সোহেল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ স¤পাদক সাইদুর রহমান প্রমুখ।