স্টাফ রিপোর্টার
“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” – এই স্লোগান নিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার আগে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রাং। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সফিকুল ইসলাম রাসেল।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা নিরাপদ সংগঠনের সভাপতি মো. মহিম তালুকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেলা সমন্বয়কারী এ.কে আজাদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন, জেলা ট্র্যাংক লরি, কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক মো. নুর উদ্দিন।
আলোচনা সভা শেষে গাড়ি চালকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। পরে কর্মশালায় উপস্থিত প্রত্যেক গাড়ি চালকের চোখের চিকিৎসা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়।