স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গোৎসবে মহানমবী আজ সোমবার। সকাল থেকে শুরু হবে মহানবমীর আনুষ্ঠানিকতা।
পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। এ ছাড়া নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হবে আজ।
আরও জানা যায়, মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে। মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুক্রবার শুরু হওয়া পাঁচ দিনের সার্বজনীন উৎসবের পর্দা নামবে আগামীকাল মঙ্গলবারের বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে।
আজ নবমী পূজায় দেবীকে প্রাণভরে দেখবে ভক্তকুল। কারণ, পরদিন ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী। এবার দেবী ফিরবেন ঘোড়ায় চড়ে। এসেছিলেনও ঘোড়ায় করে।