ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদস সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। একমাত্র তিনি রাষ্ট্রক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
শনিবার (২১ অক্টোবর) সকালে ছাতকের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে ছাতক উপজেলায় সরকারের সামাজিক সুরক্ষা আওতাভুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহিবুর রহমান মানিক আরও বলেন, পৃথিবীতে আর কোথাও এমন নজির নেই, বছরের প্রথম দিনে শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, দেশরতœ জনগণের কল্যাণে কাজ করেন। তার জন্য বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। ছাতকেই প্রায় অর্ধ লক্ষ মানুষ প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধা ভোগীর আওতায় রয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা দিচ্ছে সরকার।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন ছাতক পৌর আ.লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, চেয়ারম্যান আওলাদ আলী, চেয়ারম্যান গয়াস আহমদ, চেয়ারম্যান সুন্দর আলী, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোসাহিদ আলী, পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসতিয়াক তানভীর, কাওছার আহমদ, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, আবু বকর সিদ্দিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন নজরুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন বাবুল রায়।