স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সুনামগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।
তিনি আরো বলেন, পূজায় হিন্দুরা পূজা আর্চনা করলেও আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশ এগিয়ে যাবেই। দেশের অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
তিনি শনিবার (২১ অক্টোবর) সারাদিন তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অ্যাড. রনজিত সরকার তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের রায়পাড়া, খলাহাটি, সূর্যেরগাঁও, উজান জামালগড়, দক্ষিণ বড়দল ইউনিয়ন এর টেকাটুকিয়া, বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার, উত্তর বড়দল ইউনিয়নের রাজাই হাজং পূজা উদযাপন, শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া, গৌপিকা বাড়ি, নবায়ন সংঘ টেকেরঘাট, কলাগাঁও, চারাগাঁও বাজার, ইন্দ্রপুর ও মধ্যনগর উপজেলার উত্তর ইউনিয়নের বাকাতলা, ঘিলাগড়া, বান্দ্রা, মহিষখলা পূজাম-প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক পরিতোষ সরকার, যুগ্ম সাধারণ স¤পাদক ও চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, সদস্য ও দক্ষিণ বংশীকুন্ডা ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সদস্য আজিজুল হক, বাদল দেবনাথ, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আনোয়ার হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ স¤পাদক বাবুল মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সামায়ুন কবির, ছয়ফুল, জাহাঙ্গীর, উকিল তালুকদার, সাধারণ স¤পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক স¤পাদক নুরুল হুদা, প্রচার স¤পাদক সুমন দাস, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরু মিয়া, সুজিত দাস, বাবলু দাস, পংকজ হাজং, দক্ষিণ বড়দল ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আজারুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক শের আলী, ক্রীড়া স¤পাদক জিয়া তালুকদার, কৃষকলীগের সাধারণ স¤পাদক সেলিম রেজা, যুবলীগের সভাপতি মনছুর, ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, রুম্মন মিয়া, সহ স¤পাদক সঞ্জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক তারেক আল মামুন, ছাত্রলীগ নেতা রিয়াদ, সুজন, পারভেজ, হানিফ, জাহাঙ্গীর হোসেন, রাজন, সামি, সাগর, ইসলাম উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক মাহিন, যুগ্ম আহবায়ক রাতুল, মধ্যনগর উপজেলা ছাত্রলীগ নেতা কাকন প্রমুখ।