স্টাফ রিপোর্টার ::
দুর্গাপূজা উপলক্ষে শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদারের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন। অজয় কান্তি তালুকদার দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) ও রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে, সাধারণ স¤পাদক যোগেশ্বর দাশ। বস্ত্রবিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, অসহায়দের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ। সমাজকে সুন্দর করতে ও দেশকে আলোকিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।