দিরাই প্রতিনিধি ::
সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রসুল ওরফে ময়না মিয়া (৭১) ইন্তেকাল করেছেন। শনিবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। শনিবার সন্ধ্যা ৬টায় দিরাই জামেয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে কলেজ রোডের কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে বিকেল ৫টায় পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা ময়না মিয়ার কফিনে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাদিক, আব্দুস সালাম, আব্দুল করিম, আজাদ মিয়া, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ময়না মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় দিরাই পৌরশহরের মজলিসপুরস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।