স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও শান্তিগঞ্জ উপজেলার ২৪টি পূজাম-পে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠকখানায় এই অনুদান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক সেলিম রেজা, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ননী গোলাল দাস, যুগ্ম সাধারণ স¤পাদক সমীরণ দাস, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক মাসুক পারভেজ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম অমিত ও দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু খালেদ চৌধুরী রুবেলসহ বিভিন্ন পূজাম-পের সভাপতি-স¤পাদকবৃন্দ।