স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এই প্রথম বারের মতো পুনর্মিলনীর আয়োজন করে ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা।
শনিবার সকাল ৯টায় তাহিরপুর উপজেলার বাজারের নৌকাঘাট থেকে নৌযাত্রা শুরু করে টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজলেকসহ বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ এবং প্রীতিভোজসহ নানা আনন্দ আয়োজনে পুনর্মিলনী সম্পন্ন হয়। এই আয়োজনে অংশগ্রহণ করেন এসএসসি ২০০৩ ব্যাচের আরিফ মোরাদ তালুকদার, আশীষ দাশ, আবু সুফিয়ান টিপু, আলী আহমদ, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সামরুল ইসলাম, তাপস দাশ, আরাফাত রহমান, দীপঙ্কর পাল, অপূর্ব দাশ, শ্যামল বর্মণ, পঙ্কজ, শংকর দাশ, তানজিমুল হক, সাকিব মুন খোকন, চয়ন পুরকায়স্থ, রাতুল রায়, রিপন বর্মণ, জুবায়ের ইসলাম লিমন, আবুল বাশার, তরিকুল ইসলাম জুবায়ের, মোবাশ্বির আহমদ খান, অলক তালুকদার, মোস্তাফিজুর রহমান শিবলী, শিমুল আহমেদ, বাবলু তালুকদার, জহির রায়হান প্রমুখ। স্মৃতিস্মারক হিসেবে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও টি-শার্ট উপহার দেয়া হয়।