মধ্যনগর প্রতিনিধি ::
মামলার তথ্য উদঘাটনে অনবদ্য অবদান রাখায় মধ্যনগর উপজেলার মধ্যনগর থানার এসআই মো. শামীম আল মামুন সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। গত বৃহ¯পতিবার ত্রৈমাসিক অপরাধ বিষয়ক সভায় সিলেট রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে মধ্যনগর থানার ওই এসআইকে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ সময় তাঁকে সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।