সুনামকণ্ঠ ডেস্ক ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকাশ তালুকদার এবং সাধারণ স¤পাদক হয়েছেন পিএসএস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোবাশ্বির হাসান। শুক্রবার (২০ অক্টোবর) সকালে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তির বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেন নতুন সভাপতি আকাশ তালুকদার।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি সোহাগ মিয়া (সমাজকর্ম চতুর্থ বর্ষ), আমানুর রহমান আমাম (সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষ), আজহারুল ইসলাম সোহান (লোকপ্রশাসন চতুর্থ বর্ষ), ফারহানা ইসলাম (পিএসএস চতুর্থ বর্ষ) ও মহিউদ্দিন রাজীব (লোকপ্রশাসন চতুর্থ বর্ষ)। যুগ্ম সাধারণ স¤পাদক হয়েছেন তাহমিন আহমেদ তপু (লোকপ্রশাসন তৃতীয় বর্ষ), সাদিক আহমেদ (নৃবিজ্ঞান তৃতীয় বর্ষ) এবং সুমন আহমেদ (নৃবিজ্ঞান তৃতীয় বর্ষ)। সাংগঠনিক স¤পাদক শাকিল আহমেদ শুভ (নৃবিজ্ঞান তৃতীয় বর্ষ), ইমরান আহমেদ (নৃবিজ্ঞান তৃতীয় বর্ষ) ও আতিয়া শারমীন (সমাজকর্ম তৃতীয় বর্ষ)। এছাড়া কোষাধ্যক্ষ পদে তুহিনুর রহমান (সমাজকর্ম চতুর্থ বর্ষ), প্রচার স¤পাদক দেবশ্রী তালুকদার তৃণা (পরিসংখ্যান ২য় বর্ষ), দপ্তর স¤পাদক আবিদ হাসান নাইম (রসায়ন ২য় বর্ষ)।