জগন্নাথপুর প্রতিনিধি ::
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে জুমার নামাজের বিভিন্ন মসজিদে মোনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা।
২০ অক্টোবর শুক্রবার জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ। এতে সর্বস্তরের শতশত ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলার সকল মসজিদে মসজিদে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহ¯পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।