স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাংয়ে সালিশি ব্যক্তিদের ওপর হামলার ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত শুকুর আলী (৩৫) হরিনাকান্দি গ্রামের মইন উদ্দিনের পুত্র। শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের হাছননগরস্থ সদর হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নৈগাং হরিনাকান্দিস্থ প্রতিপক্ষ আইন উদ্দিনের বসতবাড়িতে সালিশি ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন ইউপি সদস্যসহ ১৩ জন গুরুতর আহত হন। পরে সমরু মিয়া বাদী হয়ে ২৬ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রঙ্গারচর হরিণাকান্দি গ্রামে মারামারির ঘটনায় অভিযোগ দায়ের করার পর একজনকে আটক করা হয়েছে।