স্টাফ রিপোর্টার ::
ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার ৮৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন প্রমুৃৃখ উপস্থিত ছিলেন । বিভিন্ন এলাকার ২৩৫ জন কৃষককে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম ও সূর্যমুখী ফুলে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়।