স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. শামসুল আলম। বুধবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রফেসর মো. শামসুল আলম ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ১৯৯৩ সালের ২১ নভেম্বর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে প্রথম যোগদান করেন সুনামগঞ্জ সরকারি কলেজে। পরবর্তী বিভিন্ন সময়ে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও আজমিরীগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ চলতি বছরের ২৫ জুলাই আজমিরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ থেকে সুনামগঞ্জ সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন।
প্রফেসর মো. শামসুল আলম শিক্ষামন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি ন্যায়নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।