স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা পুলিশের অভিযানে একজন যাবজ্জীবন ও একজন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর থানার এএসআই ফখর উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন মিয়া ওরফে লাকী (৪০)-কে গ্রেফতার করা হয়। সে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আলকাছ উল্লার পুত্র। শাহিন মিয়া লাকী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মামলা নং-৫৯/১০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
এছাড়া বুধবার বেলা সোয়া ১২টায় ছাতক থানার এএসআই রিয়াজ উদ্দিন ও এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বশির মিয়াকে গ্রেফতার করা হয়। সে ছাতক থানার ব্রাহ্মণজুলিয়া গ্রামের মৃত আছমান আলীর পুত্র। বশির মিয়া জিআর-৬১/১৬ (ছাতক) সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গত ২০১৬ সালে দায়েরকৃত একটি চুরি মামলায় আদালত কর্তৃক ৩ বছরের সাজা প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।