দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াসিন আরাফাত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা সহকারী কমিশনার জনি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাস, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, অর্থস¤পাদক প্রশান্ত সাগর দাস, ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র চন্দ্র তালুকদার, মিফতাহ চৌধুরী, হুমায়ুন রশিদ লাভলু, পরিতোষ রায়,আলী আহমদ, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহেল সরদার প্রমুখ।