স্টাফ রিপোর্টার ::
ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ স্লোগানে সুনামগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো. শওকত ওসমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন প্রমুখ।
আলোচনা সভার পর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গিয়ে শেষ হয়।