জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে মোবাইল চুরির দায়ে কদ্দুছ আলী (৪০) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা। ঘটনাটি ঘটেছে, উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামে। মোবাইল চুরির দায়ে গলধোলাইয়ের শিকার হওয়া কদ্দুছ আলী দিরাই উপজেলার রাজনাও গ্রামের বাসিন্দা।
জানাগেছে, ১৭ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে সাচায়ানী গ্রামের বিভিন্ন বাড়িতে মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে একদল চোর। এ সময় গ্রামের ছইদুল মিয়ার ঘরে মোবাইল চুরিকালে কদ্দুছ আলীকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা সমবেত হয়ে আটককৃত কদ্দুছ আলীর কাছ থেকে চুরি করা ৬টি মোবাইলফোন উদ্ধার করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে।
জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ধৃত চোরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।