স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মা সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. অলিউল্লাহ ও মো. এনামুল হক মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুল কাদির। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতশ্রী রায়।
অনুষ্ঠানে বক্তারা শেখ রাসেল দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের উৎসাহিত করেন। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক মায়ের উপস্থিতি ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।