ছাতক প্রতিনিধি ::
ছাতকে পুলিশের অভিযানে ২১ বস্তা ভারতীয় চিনি ও ১টি ইঞ্জিনচালিত নৌকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ছাতক থানার এসআই নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার ট্রলার ঘাটে অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুচবাড়ি গ্রামের মো. লিলু মিয়ার পুত্র মো. সুমন (২০), পূর্ব নোয়ারাই গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র মো. রুপন মিয়া (৩৫) ও একই গ্রামের মো. রফিক মিয়ার পুত্র মো. হেলাল মিয়া (৩০)-কে ৫০ কেজির ভারতীয় ২১বস্তা চিনি ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ গ্রেফতার করা হয়।
ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।