ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি টিনসেড ভবনের পাঁচটি কক্ষে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ভবনটির কক্ষগুলোর ভেতরে থাকা চেয়ার, টেবিল, বেঞ্চ, পুরনো বইসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ধর্মপাশা ফায়ার স্টেশনের লোকজন আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে এই আগুন নেভাতে সক্ষম হন। ওই বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. এরশাদ আকন্দ বলেন, আগুনে পুড়ে সবমিলিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।